Victoria memorial details in bengali

D Raj
2 min readApr 2, 2021

--

ভিক্টরিয়া মেমোরিয়াল সম্পর্কে কিছু গুরুপ্তপূর্ণ তথ্য some important information about Victoria memorial:-

ভারতে অনেক স্মৃতিসৌধ আছে তার মধ্যে একটি হল ভিক্টরিয়া মেমোরিয়া বা ভিক্টরিয়া স্মৃতিসৌধ । এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কোলকাতা তে অবস্থিত। এই স্মৃতিসৌধ টি হল মহারানী ভিক্টরিয়ার । তার মৃত্যুর পর লর্ড কার্জন এর সহায়তা এই স্মৃতি সৌধটি তৈরি করা হয়েছিল। ভারতে ব্রিটিশদের সবথেকে বড় স্মৃতিসৌধ হল ভিটোরিয়া মেমোরিয়াল হল ।এটি কোলকাতায় পর্যটকদের একটি আকর্ষণ কেন্দ্র । এই স্মৃতিসৌধের কারুকার্য দেখার জন্য প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসে। আজ আমরা জানব রানী ভিক্টরিয়া স্মৃতিসৌধ ভিক্টরিয়া মেমোরিয়া হল সম্পর্কে কিছু গুরুপ্তপূর্ণ তথ্য নিচে আলোচনা করা হল :-

victoria memorial

victoria memorial

1.ভিক্টরিয়া মেমোরিয়া হল কোথায় অবস্থিত?

Ans:- এটি ভারতের পূর্ব রাজধানী বা ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের রাজধানী কোলকাতাতে অবস্থিত।

2.এই ভিক্তরিয়া হোলে কার স্মৃতি সৌধ আছে ?

Ans;1857 সালে সিপাহি বিদ্রোহ পর ব্রিটিশ সরকার ভারতের শাসন ব্যবস্থা নিজের হাতে নিয়ন্ত্রন করে ।1876 সালে ব্রিটিশ সংসদ ভিক্টোরিয়া কে ভারতের শাসক হিসাবে ঘোষিত করে ।1901 সালে তার মৃত্যু হয়ে যায় ।সেই সময় ভারতের ভাইসরই ছিল লর্ড কার্জন । তার প্রচেষ্টায় মহারানি ভিক্তরিয়ার এই স্মৃতি সৌধ টী তৈরি করা হয়েছিল . ।

3.ভিক্টোরিয়া মেমোরিয়াল হোল এর আয়তন কত ?

Ans:-এই স্মৃতি সৌদ্ধটি মোট 64 একড় ভূমির উপর তৈরি হয়েছে। ভিক্টরিয়া মেমোরিয়া হলের আয়তন হল দৈর্ঘ্য 338 ফুট , প্রস্থ 22 ফুট এবং উচ্চতা 184 ফুট।

4.এই বিশাল স্মৃতি সৌধটি কি দিয়ে তৈরি হয়েছে?

Read more click here

--

--

D Raj
D Raj

Written by D Raj

0 Followers

my name is dinesh rajwar, i live at west bengal

No responses yet