Amer Fort details in
অমর কেল্লা ভারতে রাজেস্থান রাজ্যে অবস্থিত।এটি রাজেস্থানের সবথেকে বড় কেল্লা। এই কেল্লা খুবসুন্দর বাস্তুকলার জন্য রাজেস্থান পর্যটকদের এটি একটি আকর্ষণ কেন্দ্র। এটি রাজেস্থান রাজ্যের রাজধানী জয়পুর থেকে 11 km দূরে অবস্থিত।আজ আমরা জানব অমর কেল্লা সম্পর্কে গুরুপ্তপূর্ন তথ্য নিচে আলোচনা করা হল:-
(1)আমার কেল্লা কে তৈরি করেছিল?
Ans:-রাজেস্থান রাজ্যের রাজধানীতে অবস্থিত বিশাল কেল্লা হল আমার কেল্লা।এটি নির্মাণ কাজ শুরু করেছিল মহারাজা মান সিং 1592 খ্রিস্টাব্দে বা 16 শতাব্দীতে এবং এটি এটি তৈরি করতে অনেক সময় লেগেছিল।এটি নির্মাণ কাজ শেষ করে ছিল মহারাজা সবাই জয় সিং 18 শতাব্দীতে।অনেকের মতে অমর কেল্লা নির্মাণ কাজ প্রথম মিনাও করেছিল, পরে রাজা মান সিং শুরু করে।
(2)অমর কেল্লা কি দিয়ে তৈরি হয়ে ছিল?
Ans:- রাজেস্থানে অবস্থিত এই বিশাল এবং সুন্দর কেল্লা লাল বেলে পাথর এবং মার্বেল পাথর দিয়ে তৈরি।
(3)অমর কেল্লা ক্ষেত্রফল কত?
Ans:-রাজেস্থান রাজ্যের রাজধানী জয়পুর থেকে 11 km দূরে ,রাজেস্থানের সবথেকে বড় কেল্লা অমর কেল্লা এর মোট ক্ষেত্রফল হল 4 বর্গ কিলোমিটার অবস্থিত।
(4)অমর কেল্লার উচ্চতা কত?
Ans:-অমর কেল্লা এই বিশাল কেল্লার উচ্চতা তিনতলা ছাদের সমান।
(5)অমর কেল্লা কোথায় অবস্থিত?
Ans:-ভারতের রাজ্যের সবথেকে বড় রাজ্য রাজেস্থান। রাজেস্থান রাজ্যের রাজধানী জয়পুর ,যেটা আমাদের কাছে pink city বা গুলাবি শহর নামে পরিচিত ,সেখান থেকে 11 km দূরে আরাবল্লী পাহাড়ে ,নিকটে মাবঠা হ্রদের কাছে এই বিশাল অমর কেল্লা অবস্থিত।
(6)অমর কেল্লাতে কোন কোন movie র শুটিং হয়েছিল?
Ans:-এই বিশাল কেল্লাতে অনেক Bollywood movie
read more click here